নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: শুক্রবার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এবং পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র সরজমিনে খতিয়ে দেখেন বিষ্ণুপুর ব্লকের দ্বারকেশ্বর নদের ওপর প্রকাশঘাট।
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের দ্বারকেশ্বর নদের ওপর প্রকাশঘাট, এখানে নদী পারাপার করার জন্য স্থানীয় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি করা হয়েছিল একটি অস্থায়ী রাস্তা। এটি বিষ্ণুপুর ব্লক ও পাত্রসায়ের, ইন্দাস ব্লকের যোগাযোগের অন্যতম শর্টকাট রাস্তা ছিল, যেখানে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত করে, এই রাস্তা দিয়ে সাইকেল মোটরসাইকেল চারচাকা ট্রাক সহ একাধিক যানবাহনও যাতায়াত করত। বিকল্প পথ রয়েছে ১৫ থেকে ২০ কিলোমিটার ঘুরপথ।
তবে কিছুদিন আগে তুমুল বৃষ্টিপাতের জেরে ফুলে ফেঁপে উঠেছিল দারকেশ্বর নদ, এই নদীর জলস্রোতে নদীগর্ভে বিলীন হয়ে যায় এই অস্থায়ী রাস্তা, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এলাকার হাজার হাজার মানুষ, তারপর ওই প্রকাশঘাটে বরাত পাওয়া সংস্থার পক্ষ থেকে চালানো হয় নৌকো, ওই গভীর জলের মধ্য দিয়ে প্রতিদিনই প্রায় কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করে। এলাকার মানুষ এবং পথচলতি মানুষের দাবি ছিল, সরকার যাতে এই প্রকাশঘাটের ওপর একটি কংক্রিটের পাকা সেতু তৈরি করে দেয়। এদিন প্রকাশঘাট সরজমিনে পরিদর্শন করেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এবং পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র, এলাকার মানুষকে বিধায়ক আশ্বাস দেন, আগামী দিনে এই ব্রিজ নির্মাণ করা হবে। তবে বিধায়কের এই আশ্বাসে এলাকার মানুষ খুশি হলেও কবে এই সমস্যার স্থায়ী সমাধান হবে, সেদিকে তাকিয়ে তাঁরা।