গির্জায় পুড়ে গেল নাবালিকা, বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ পুলিশও

কলকাতা : বড়দিনের সন্ধেয় দুর্ঘটনা। রুবির কাছে টেগোর পার্ক এলাকার একটি গির্জায় মোমবাতি থেকে লাগা আগুনে পুড়ে গেল ১০ বছরের মেয়ে। মানিকতলা হাসপাতালে ভর্তি করা হয়েছে মেয়েটিকে। মেয়েটিকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন কসবা থানার এক সাব ইনস্পেক্টরও।

জানা গিয়েছে, গির্জার কাছেই বাড়ি ওই মেয়েটির। ক্রিসমাসের সন্ধেয় সেখানে বেড়াতে গিয়েছিল সে। তখন মোমবাতি জ্বালানো হচ্ছিল যীশুর সামনে। মেয়েটিও সেখানে দাঁড়িয়েছিল, ছবি তুলছিল। আচমকা কেউ কিছু বোঝার আগেই কোনওভাবে মোমবাতি থেকে আগুন ধরে যায় মেয়েটির পোশাকে।

সবাই চিৎকার করে ওঠেন, ছুটে যান সেখানে উপস্থিত কসবা থানার এক সাব ইনস্পেক্টর। মেয়েটিকে বাঁচাতে এগিয়ে যান তিনি। হাত পুড়ে যায় তাঁরও।আগুন নেভার পরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দু’জনকেই। ওই পুলিশকর্মীকে প্রাথমিক চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয়। মেয়েটিকে প্রথমে বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল ও পরে সেখান থেকে মানিকতলা ইএসআই-তে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছে চিকিৎসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + fifteen =