কিশোরীর সম্মতিতেই শারীরিক সম্পর্ক, পকসো আইনের ধারা বাতিল হাইকোর্টের

১৬ বছর বয়সের কারও শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। এক কিশোরের বিরুদ্ধে দায়ের হওয়া পকসো অভিযোগ খারিজ করে এমনটাই জানাল মেঘালয় হাই কোর্ট । কারণ হিসাবে আদালত জানায়, ১৬ বছর বয়সি এক নাবালিকার শারীরিক ও মানসিক বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। এই বয়সের সকলেই যৌন মিলন নিয়ে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারে। বিচারপতির পর্যবেক্ষণ, সমাজ অনেক পালটে গিয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে আইনেরও বদল আনতে হবে। এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগের শুনানি চলাকালীন এই রায় দিয়েছে আদালত।
জানা গিয়েছে, পকসো আইনে অভিযোগ দায়ের করেন এক নাবালিকার মা। তাঁর দাবি, ১৬ বছরের মেয়েকে যৌন হেনস্তা করেছে এক কিশোর। ওই কিশোর বাড়িতে কাজ করত। এক আত্মীয়ের বাড়িতে গিয়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। যদিও পরে জানা যায়, দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তা সত্ত্বেও পকসো আইনে মামলা দায়ের হয় আদালতে। শুনানির সময়ে ওই নাবালিকা জানায়, সে ওই কিশোরের প্রেমিকা। শারীরিক সম্পর্কেও তার অমত ছিল না। জোর করে তার সঙ্গে ওই কিশোরের সম্পর্ক হয়নি বলেই আদালতে দাবি করে নাবালিকা। অন্যান্য নানা আইনি প্রমাণের পাশাপাশি এই নাবালিকার বয়ানকেও একই গুরুত্ব দেয় আদালত। তারপরেই খারিজ হয় হেনস্তার অভিযোগ।মেঘালয় হাই কোর্টের বিচারপতিদের বেঞ্চ রায় দেয়, ওই কিশোরের বিরুদ্ধে পকসো আইনের অভিযোগ খারিজ করা হল। প্রেমের সম্পর্কে থাকা নাবালিকাদের পরিবার অনেক সময়েই পকসো আইনকে হাতিয়ার করে হেনস্তার অভিযোগ দায়ের করেন। কিন্তু বর্তমান সময়ের কথা মাথায় রেখে পকসোর মতো আইনগুলির পরিবর্তন হওয়া দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 14 =