কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে দু’দফায় বৈঠকে কড়া নিরাপত্তা

কলকাতা : এ রাজ্যের বর্তমান পরিস্থিতি বিশেষ করে দলগত অবস্থান ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে চলছে অমিত শাহের পৌরহিত্যে বৈঠক।

বুধবার দলের সাংসদ এবং বিধায়করা যোগদান করেছেন। বুধবারের রণনীতি বৈঠকে প্রধান বক্তা – কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, সল্টলেক ও নিউটাউনের কাছাকাছি অভিজাত পরিবেশন এদিন দুপুরে বৈঠক করলেন তিনি। কড়া নিরাপত্তার মধ্যেই দুপুর ১২.১৫ নাগাদ সল্টলেকে তিনি পৌঁছেছেন।

প্রথম দফায় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের বিধায়ক ও সাংসদরা। সেইসঙ্গে এ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত প্রভারীরাও। এরপর দ্বিতীয় দফায় বৈঠকে দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। তৎসহ সুনীল বনশল, ভূপেন্দ্র যাদব ও বিপ্লব কুমার দেব, হর্ষবর্ধন শ্রিংলাও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 10 =