বাজেট-বিতর্কে যৌনগন্ধী গল্প, কাউন্সিলরের কাছে জবাবদিহি চাইলেন মেয়র

পুরসভার আইন জানাটা কতটা গুরুত্বপূর্ণ, কলকাতা পুরসভার বাজেট অধিবেশন বিতর্কে গল্পের মাধ্যমে তা তুলে ধরেছিলেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। সেই গল্পে পোপ ও নানের মধ্যে যৌনতা সংক্রান্ত ইঙ্গিতও দিয়েছিলেন। আর তা নিয়েই বিপত্তি। এ নিয়ে শুরু হয় বিতর্ক। খ্রিষ্টান ধর্মাবলম্বীরা রেগে যান। অনেকেই প্রতিবাদ করেন।
সেই ঘটনার জেরেই এবার তৃণমূল কংগ্রেসের ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাবদিহি চাইলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার পুরসভার অধিবেশনে বাজেট নিয়ে আলোচনার সময় অনন্যার গল্প কুরুচিকর বলেই অভিযোগ উঠেছে। তাঁর মন্তব্য বিশেষ ধর্মের ভাবাবেগে আঘাত করেছে বলেও অভিযোগ। অনন্যার বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূলের ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য। ঘটনার অভিঘাত বুঝে রাতেই অনন্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মেয়র।
তৃণমূল কংগ্রেসের ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দোপাধ্যায়। তাঁর বক্তব্য নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা। যদিও পুরসভার চেয়ারপার্সন মালা রায় বলেছিলেন, ‘অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কথায় আপত্তিজনক কিছু থাকলে তা বাদ দেওয়া হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =