ইডেনে ভেস্তে গেল ম্যাচ, কতটা ক্ষতি হল কলকাতা নাইট রাইডার্সের ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক বছর আগে ইডেনে ঝড় উঠেছিল। তবে সেটা দু-দলের ব্যাটিংয়ে। ঠিক এক বছর পর একই দিনে ইডেনে ফের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। গত বার ২৬১ রান তুলেছিল কেকেআর। জনি বেয়ারস্টোর ব্যাটিং ঝড়ে রেকর্ড রান তাড়া করে জিতেছিল পঞ্জাব কিংস। এ মরসুমে একই দিনে ম্যাচ হওয়ায় বাড়তি আগ্রহ ছিল। ঘুরে ফিরে আসছিল সেই ম্যাচের কথা। ঝড় উঠল, তবে প্রকৃতির।

এ মরসুমে প্রথম লেগে পঞ্জাবের মাঠে লজ্জাজনক ভাবে হেরেছিল নাইট রাইডার্স। পঞ্জাবকে মাত্র ১১১ রানে অলআউট করেও ম্যাচ জিততে পারেনি। ঘরের মাঠে বদলার ম্যাচ। প্রথমে ব্যাট করে ২০১ রান তোলে পঞ্জাব কিংস। তাদের দুই ওপেনার প্রভসিমরন সিং ও প্রিয়াংশ আর্য যে ভাবে ব্যাট করছিলেন, তাতে মনে হয়েছিল ৩০০ না হয়ে যায়। স্পিনাররা দুর্দান্ত বোলিং করেন। কেকেআর কামব্যাক করে। ইডেনে প্রথম ইনিংসে পিচের যা পরিস্থিতি তাতে এই রান তাড়া হয়তো করা যেত। তার উপর কেকেআর এ দিন টিমে নিয়েছিল রোভম্যান পাওয়েলকে।

কেকেআর রান তাড়া শুরু করে। প্রথম ওভারে ৭ রান। এরপরই তুমুল হাওয়া। কালবৈশাখীর তাণ্ডবে ইডেন গার্ডেন্স ঢাকতেই পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। ছিঁড়ে যায় গ্রাউন্ড কভারও। কোনওরকমে মাঠ ঢাকা যায়। এরপর শুধুই অপেক্ষা বাড়ে। বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর ফলে পয়েন্ট ভাগাভাগি হল। কলকাতা নাইট রাইডার্স এমনিতেই পয়েন্ট টেবলে সাত নম্বরে।

ঘরের মাঠে প্রথম চারটির মধ্যে একটি মাত্র জিতেছিল। হোম গ্রাউন্ডে বাকি আরও দুটো ম্যাচ। সেই দুটিতেও বৃষ্টির আশঙ্কা থাকছে। ফলে কেকেআরের কাছে অ্যাওয়ে ম্যাচগুলো এখন নকআউট হয়ে দাঁড়াল। ম্যাচটা হলে কেকেআরের কাছে অন্তত সুযোগটুকু থাকত দু-পয়েন্টের। পাশাপাশি নেট রান রেট বাড়িয়ে নেওয়ারও একটা সুযোগ থাকতে। বৃষ্টি ও ঝড়ে সবটাই হাতের বাইরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 4 =