কলকাতা : চিংড়িঘাটায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে দুই তরুণীকে ইট দিয়ে মারধরের ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত টিঙ্কু মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। শিয়ালদা থেকে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিধাননগর আদালতে তোলা হবে তাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ মার্চ চিংড়িঘাটায় ওই তরুণীকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে ইট দিয়ে আঘাত করা হয়। এর আগে, ১৮ মার্চ গাড়ি পার্কিং নিয়ে টিংকু মণ্ডলের সঙ্গে তার বচসা হয়। অভিযোগ, তৃণমূল কর্মী তার পরিচয়ের জোরে টিঙ্কু ওই তরুণীকে কটুক্তি করেন ও হেনস্তা করেন। সেই ঘটনার পর তরুণী থানায় অভিযোগ দায়ের করলে টিঙ্কুকে গ্রেফতার করা হয়, যদিও পরে তিনি জামিনে মুক্তি পান।
চিংড়িঘাটায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে অশান্তির পর টিঙ্কু পলাতক ছিল। বেশ কিছুদিন তার খোঁজ না পেলেও অবশেষে বৃহস্পতিবার ভোরে শিয়ালদা থেকে বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা তাকে গ্রেফতার করেন।