শনিবার মহারাষ্ট্ৰ বনধের ডাক এমভিএ-এর, বাস ও ট্রেন পরিষেবা প্রভাবিত হওয়ার আশঙ্কা

মুম্বই : গত ২১ আগস্ট ভারত বনধের আংশিক সাফল্যের পরে, ২৪ আগস্ট মহারাষ্ট্র বনধের ডাক দিয়েছে মহা বিকাশ আঘাড়ি (এমভিএ)। শনিবার, ২৪ আগস্ট মহারাষ্ট্র বিরোধী জোট, মহা বিকাশ আঘাড়ির পক্ষ থেকে মহারাষ্ট্র বনধের ডাক দেওয়া হয়েছে। কংগ্রেস, উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা এবং শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি (এসপি) এই বনধ ডেকেছে।

এমভিএ-র ডাকা আগামীকালের ‘মহারাষ্ট্র বনধ’ প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে বলেছেন, “অনেক মানুষ মনে করতে শুরু করেছেন, মেয়েরা স্কুলে নিরাপদ নয়। সমস্ত নাগরিক আগামীকালের বনধে অংশ নেবেন, শুধু মহা বিকাশ আঘাড়ি নয়।

দুপুর ২টা পর্যন্ত বনধ থাকবে। বাস ও ট্রেন পরিষেবাও বন্ধ রাখতে হবে, আপনি যে কোনও ধর্ম অথবা জাতের হোন, কিন্তু আপনার মেয়ে-বোনদের সুরক্ষার জন্য এই বনধকে সফল করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =