কলকাতা : মধ্য আন্দামান সাগরে কেন্দ্রীভূত ঘূর্নাবর্তটি এই মুহূর্তে ৫.৮ কিলোমিটার উপরে বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী সোমবার নাগাদ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা ক্রমশঃ জোরদার হচ্ছে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে। তারপর সেটির অগ্রসরের সম্ভাবনা উত্তর পশ্চিমে এবং সেইসঙ্গে আগামী বুধবার তা আরও সক্রিয় এবং তীব্রতর হওয়ার সম্ভাবনা।
এর পরিপ্রেক্ষিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গায়। শুধু তাই নয়, এর প্রভাবে ২৩ এবং ২৬ তারিখ দুইদিন বেশ কিছু অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে এক সাংবাদিক সম্মেলনের পর জরুরি এক বার্তায় এই পরিস্থিতির কথা জানানো হয়েছে।