কলকাতায় পৌঁছলেন কিংবদন্তি রোনাল্ডিনহো

শহর কলকাতা এখন আলোক ঝলমলে। পুজোর মরসুম শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে মিনি ফুটবল উৎসব। পূর্ব ঘোষণা মতোই কলকাতায় পৌঁছলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো। শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। এরপর সোশ্যাল মিডিয়ায় কলকাতায় আসার বিষয়টি ঘোষণা করেন রোনাল্ডিনহো নিজেই। পুজোর কলকাতায় কী কী করবেন, সেই প্রসঙ্গেও খোলসা করেন। কলকাতার পুজোয় সামিল হবেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার। রবিবারের সন্ধ্যায় দমদম বিমানবন্দর হয়ে ওঠে এক টুকরো ব্রাজিল। রোনাল্ডিনহোকে স্বাগত জানাতে ব্রাজিলের পতাকা হাতে উপস্থিত কলকাতার ফুটবল প্রেমীরা।

বিমানবন্দরে হাজারো ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন ব্রাজিলের বিশ্বজয়ী দলের তারকাকে স্বাগত জানাতে। ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি রোনাল্ডিনহোকে স্বাগত জানান বিশ্বকাপের রেপ্লিকা উপহার দিয়ে। কলকাতায় উৎসবের মরসুম আলো করবেন রোনাল্ডিনহো। এর আগেও কলকাতায় পা পড়েছে বিশ্ব ফুটবলের সেরা তারকাদের। পেলে, মারাদোনা, মেসি…কেউই বাদ নেই। এ বার রোনাল্ডিনহো।

কয়েক মাস আগেই কলকাতায় এসেছিলেন কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত তাঁকে আনার ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছিলেন। রোনাল্ডিনহোকেও কলকাতায় আনার কারিগর তিনিই। রবিবার সন্ধ্যায় পৌঁছনোর একটা রাতের বিশ্রাম। আগামী কাল ঠাসা সূচি রয়েছে রোনাল্ডিনহোর। রাজারহাটে তাঁর নামাঙ্কিত ফুটবল অ্যাকাডেমিতে যাবেন, শ্রীভূমি, আহিরিটোলা যুবকবৃন্দর পুজোয় উপস্তিত থাকবেন। দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জার্সি উপহার নিয়ে যাওয়ার কথা রোনাল্ডিনহোর। এ ছাড়াও নানা অনুষ্ঠান রয়েছে আগামী তিনদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 2 =