বন্ধ ভাটপাড়া রিলায়েন্স জুটমিল খোলার দাবিতে অবরোধ করে বিক্ষোভ বামেদের

ব্যারাকপুর : বন্ধ ভাটপাড়া রিলায়েন্স জুটমিল খোলার দাবিতে এবার আন্দোলনে বাম সমর্থিত শ্রমিক সংগঠন বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন। গত পয়লা নভেম্বর থেকে বন্ধ ভাটপাড়া জুটমিল। মিল বন্ধে চরম বিপাকে পড়েছে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে পাঁচ হাজার শ্রমিক পরিবার। বন্ধ মিল অবিলম্বে চালুর দাবিতে মঙ্গলবার বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের তরফে ব্যস্ততম ঘোষপাড়া রোডের ভাটপাড়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বামেরা। বিক্ষোভের নেতৃত্ব দেন বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভানেত্রী গার্গী চট্টোপাধ্যায়। বামেদের বিক্ষোভের জেরে এদিন অবরুদ্ধ হয়ে পড়ে ঘোষপাড়া রোড। অবরোধের জেরে ৮৫ নম্বর রুটের বাস চলাচল স্তব্ধ হয়ে যায়। ব্যাপক যানজটের সৃষ্টি হয় ঘোষপাড়া রোডে। আধ ঘণ্টা অবরোধ চলার পর, পুলিশি আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। অবরোধ উঠে যাবার পর ভাটপাড়া মোড় থেকে মিল গেট পর্যন্ত তারা মিছিল করেন। এদিনের বিক্ষোভ কর্মসূচি নিয়ে বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভানেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, পয়লা নভেম্বর থেকে বন্ধ ভাটপাড়া রিলায়েন্স মিল । অথচ মিল খোলার ব্যাপারে শ্রম দপ্তর কিংবা প্রশাসনের কারও কোনও হেলদোল নেই। শ্রমিক নেত্রীর অভিযোগ, পুজোর মরসুমে প্রভিডেন্ড ফান্ড থেকে শ্রমিকদের লোন মেলেনি। এমনকী প্রাপ্য পিএফ ও গ্যাচুইটি থেকে বঞ্চিত শ্রমিকরা। তাঁর হুঁশিয়ারি, সাত দিনের মধ্যে প্রশাসনকে ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে হবে। সাত দিনের মধ্যে মিল খোলার বিষয়ে কোনও উদ্যোগ না নেওয়া হলে, মিলের প্রতিটি গেট আটকে তারা বিক্ষোভে সামিল হবেন। গার্গীর কটাক্ষ, সরকারের বন্ধ মিল খোলার ব্যাপারে কোনও উদ্যোগ নেয় না। অথচ লোক দেখানো শিল্প সম্মেলন করা হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + three =