ইডেনে দ্বিতীয় দিনের অনুশীলনে বাঁ হাতি পেসার

ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ। ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টি। রবিবার থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল ভারতীয় দল। ইংল্য়ান্ডেরও প্রস্তুতির কথা ছিল। যদিও পরে তা বাতিল করে। সোমবার ইডেন গার্ডেন্সে দু-দলই প্রস্তুতি সারল। তেমনই ভারতের অনুশীলনে নানা দিকও দেখা গেল। এ বছরের প্রথম হোম সিরিজ ভারতের। শুধু তাই নয়, প্রথম সিরিজও। স্বাভাবিক ভাবেই শুরুটা দুর্দান্ত করাই লক্ষ্য। প্রস্তুতিতে সেটাই ধরা পড়ল। দ্বিতীয় দিনের প্র্যাক্টিসে কী হল?

রবিবার ভারতীয় অনুশীলন করলেও ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে ব্যাটিংয়ে দেখা যায়নি। দীর্ঘ সময় হেড কোচ গৌতম গম্ভীর, বোলিং কোচ মর্নি মর্কেলের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। পিচও পর্যবেক্ষণ করেছিলেন স্কাই। দ্বিতীয় দিনের অনুশীলনে জমিয়ে ব্যাটিং করলেন ভারতের টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। রবিবার রাতে কলকাতায় পৌঁছেছিলেন ভারতের বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। এ দিন দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন। নেটে বোলিংও করলেন।

ব্যাটিং সেশনে অবশ্য নজর কাড়লেন তারকা পেসার মহম্মদ সামি। ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপের পর রঞ্জি ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন সামি। বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রেখেছেন সামি। এ দিন আরও একবার নেটে ঝড় তুললেন। ইডেন তাঁর ঘরের মাঠ। নিজেকে সবরকম ভাবেই প্রস্তুত রাখছেন এই তারকা পেসার।

তেমনই স্পেশাল ক্লাস নিতে দেখা গেল সদ্য ভারতের ব্য়াটিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়া সিতাংশু কোটাককে। বিশেষ করে বাঁ হাতি ব্যাটারদের নিয়ে দীর্ঘ সময় পড়ে রইলেন তিনি। নানা পরামর্শও দিলেন। অন্য দিকে, ইংল্য়ান্ডও চুটিয়ে অনুশীলন সারল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − twelve =