এলডিএফ ও ইউডিএফ কেরলকে দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে : প্রধানমন্ত্রী

তিরুবনন্তপুরম : এলডিএফ ও ইউডিএফ কেরলকে দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে, কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার কেরলের তিরুবনন্তপুরমে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, “আসন্ন নির্বাচনগুলি কেরালার অবস্থা এবং দিক পরিবর্তন করবে। কেরালার ভবিষ্যতের কথা বলতে গেলে, আপনি এখনও পর্যন্ত মাত্র দুটি পক্ষ দেখেছেন। একদিকে, এলডিএফ, এবং অন্যদিকে, ইউডিএফ। এই দুটি পক্ষই একের পর এক কেরালাকে ধ্বংস করেছে। কিন্তু তৃতীয় পক্ষও রয়েছে, সেই পক্ষটি হল উন্নয়ন, সুশাসন, বিজেপি-এনডিএ।

এলডিএফ এবং ইউডিএফের লোকেরা কেরালাকে দুর্নীতি, কুশাসন এবং তোষণের বিপজ্জনক রাজনীতিতে ঠেলে দিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + twenty =