প্রয়াত ইন্টেল ইনসাইডের সহ-প্রতিষ্ঠাতা গর্ডন মুর

প্রয়াত ইন্টেল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাকা গর্ডন মুর। শুক্রবার, ৯৪ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর।

১৯৬৮ সালে মুর যখন রবার্ট নয়েজের সঙ্গে হাত মিলিয়ে ইন্টেল কর্পোরেশন তৈরি করেন তখন তাঁরা ছিলেন স্বল্পপরিচিত। কিন্তু কিছু দিনের মধ্যেই ওই জগতের অন্যতম তারকা হয়ে ওঠে ইন্টেল। এক সময় গোটা দুনিয়ার ৮০ শতাংশ পার্সোনাল কম্পিউটারে ব্যবহৃত হতে থাকে মুরের সংস্থার তৈরি সেমিকন্ডাক্টর চিপ।

মুর একটি লেখায় বলেছিলেন, ‘সদ্য আবিষ্কৃত ইন্টিগ্রেটেড চিপসে ট্র্যানজিস্টরের ব্যবহার প্রায় প্রতি বছরে দ্বিগুণ হবে।’ তাঁর এই পর্যবেক্ষণণ ‘মুরের নীতি’ হিসাবে পরিচিত হয়ে ওঠে। মুরকে হারিয়ে ইন্টেল কর্পোরেশন টুইট করেছে, ‘আমরা এক স্বপ্নদর্শীকে হারালাম।’

স্বল্পপরিচিত এক কম্পিউটার ইঞ্জিনিয়র থেকে এক সময় সেমিকন্ডাক্টর ইন্টিগ্রেটেড চিপসের জগতের শাসক হয়ে উঠেছিলেন মুর। তাঁর প্রয়াণে বৈদ্যুতিন প্রযুক্তির ক্ষেত্রে একটি যুগের অবসান ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 19 =