পশ্চিম মেদিনীপুরে শিল্পের জন্য জমি হস্তান্তর করল ভূমি সংস্কার দপ্তর

চিত্ত মাহাতো

পশ্চিম মেদিনীপুর জেলার ১৩২ টি প্রকল্পের জন্য ২৯ টি দপ্তরকে জমি হস্তান্তর করল ভূমি সংস্কার দপ্তর। বৃহস্পতিবার দপ্তরের সভাকক্ষে জেলা শাসক রশ্মি কমল, অতিরিক্ত জেলা শাসক ( ভূমি সংস্কার ) সুমন মহান্তি সহ বিভিন্ন দপ্তরের  আধিকারিকদের উপস্থিতিতে জমি হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরেই বিভিন্ন দপ্তরের হাতে বেশ কিছু জমি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। ইতিমধ্যে অনেক জমি বেদখল হয়ে গিয়েছিল। সেসব জমি উদ্ধার করার পর কাগজপত্র তৈরি করে  ভূমি সংস্কার দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। মেদিনীপুরের একাধিক স্কুলের হাতে অতিরিক্ত যে জমি ছিল তা স্বাস্থ্যকেন্দ্র গড়ার জন্য স্বাস্থ্য দপ্তরকে দেওয়া হয়েছে। পূর্ত দপ্তরের হাতে থাকা অতিরিক্ত জমি স্কুলকে খেলার মাঠ করার জন্য দেওয়া হয়েছে।এভাবে হাসপাতাল ,কলেজের দ্বিতীয় ক্যাম্পাস, স্কুল, কিষান মান্ডি, দমকল কেন্দ্র, স্টেডিয়াম, বাসস্ট্যান্ড, পর্যটক আবাস, আদিবাসী স্কুল, পাম্প হাউস, বনসৃজন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সহ আরো বেশ কিছু প্রকল্পের জন্য আভ্যন্তরীণ জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন মোট একশো একরের বেশি জমি হস্তান্তর হয়েছে।

জেলা শাসক রশমি কমল জানান, জেলায় শিল্পের গতি আনতে ইতিমধ্যেই শালবনি, গোয়ালতোড়, গড়বেতা, খড়্গপুর গ্রামীণ এলাকায়  শিল্পপতিদের জমি দেখানো হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য শালবনিতে একটি শিল্প সংস্থা জমি নিতে আগ্রহ প্রকাশ করেছে। রাজ্য শিল্প উন্নয়ন পর্ষদের মাধ্যমে আরো কিছু শিল্পদ্যোগী এগিয়ে এসেছেন। কথাবার্তা চলছে। জেলা শাসক বলেন, যত বেশি প্রকল্প আসবে  ততবেশি কর্মসংস্থান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 3 =