কলকাতা: চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হবে ১৫ ডিসেম্বর। (Kolkata International Film Festival 2022) তার আগে শনিবার উদ্বোধন হল চলচ্চিত্র উৎসবের লোগো। শিশির মঞ্চে চলচ্চিত্র উৎসবের লোগো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু বসু, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস ও বীরবাহা হাঁসদা। ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী রুক্মিণী মৈত্র, পরিচালক রাজ চক্রবর্তী সহ একাধিক বিশিষ্টজনেরা।
১৫ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা অনুষ্ঠানে নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়, মহেশ ভাট, অরিজিৎ সিং সহ একাধিক বলিউড তারকা। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
এই বছর চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য পৃথিবীর ৫৭টি দেশ থেকে মোট ১ হাজার ৭৮টি ছবির আবেদন জমা পড়েছিল। এগুলির মধ্যে থেকে ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা পেয়েছে ১৮৩টি ছবি। এগুলির মধ্যে ১৩০টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি অর্থাৎ ফিচার ফিল্ম এবং ৫৩টি স্বল্প দৈর্ঘ্যের ছবি অর্থাৎ শর্ট ফিল্ম। ১০টি জায়গায় সিনেমাগুলি প্রদর্শিত হবে। এবারের চলচ্চিত্র উৎসবে নতুন সেগমেন্ট হিসেবে ক্রীড়ামূলক কিছু ছবি আলাদাভাবে জায়গা করে নিচ্ছে। যার মধ্যে থাকে যুগান্তকারী ছবি কোণি। থাকছে দঙ্গল, চাখ দে ইন্ডিয়া এরকম কিছু সিনেমা।