কথা রাখলেন জুনিয়র ডাক্তাররা, জরুরি পরিষেবার কাজে নেমে পড়লেন চিকিৎসকরা

কলকাতা : কথা দিয়ে, সেই কথা রাখলেনও জুনিয়র ডাক্তাররা। শনিবার সকাল থেকেই আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল-সহ বিভিন্ন হাসপাতালে জরুরি বিভাগের কাজে নেমে পড়লেন জুনিয়র ডাক্তাররা। আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে কাজে যোগ দিয়েছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে দেখে খুশি সাধারণ মানুষও।

আর জি কর ও অন্য হাসপাতালগুলিতে জরুরি পরিষেবায় কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। ইমার্জেন্সি বিভাগ পুরোদমে চালু হয়ে গিয়েছে। আর জি কর হাসপাতালে শনিবার সকালে যে জুনিয়র ডাক্তারদের ডিউটি ছিল, তাঁরা হাসপাতালের ট্রমা কেয়ার ভবনে পৌঁছে যান। উল্লেখ্য, গত ৯ আগস্ট আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল।

তার পর থেকে বিচার চেয়ে এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। মোট পাঁচ দফা দাবিতে টানা আন্দোলন চালিয়ে গিয়েছেন তাঁরা। অবশেষে শনিবার থেকে কাজে যোগ দিলেন তাঁরা। তাঁরা নির্যাতিতার সুবিচার চেয়ে তাঁদের আন্দোলন জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 4 =