পড়শি দেশের কোভিড পরিস্থিতি নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে এদেশে। ধীরে হলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিচ্ছে কোভিডে মৃত্যুর সংখ্যাও। করোনার এই বাড়বাড়ন্ত দেখে সব রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনা বিধি থেকে শুরু করে পরীক্ষা ও ভ্যাকসিনের ওপর জোর দেওয়ার কথাও বলা হয়েছে। এই আবহেই প্রশ্ন উঠেছিল, কোভিড বুস্টারের দ্বিতীয় ডোজ নিতে হবে কি? মঙ্গলবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, ‘এখনই বুস্টারের দ্বিতীয় ডোজ নেওয়ার প্রয়োজন নেই।’
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশের সবাই আগে বুস্টারের প্রথম ডোজ নেওয়া শেষ করুক, তারপর দ্বিতীয় বুস্টার ডোজ নেওয়ার অভিযান শুরু হবে। প্রসঙ্গত, প্রথম বুস্টার ডোজ নেওয়ার ব্যাপারে ভারতীয়দের মধ্যে অনীহা দেখা গিয়েছে। প্রথম বুস্টার ডোজ প্রয়োগের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ভারত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মাত্র ২৮ শতাংশ প্রাপ্ত বয়স্ক এই ডোজ নিয়েছে।
বুস্টারের দ্বিতীয় ডোজ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য দেশের করোনা পরিস্থিতির ওপর নজর রেখে চলেছেন। এমনকী বিমানবন্দরগুলিতে কোভিড টেস্ট বাড়ানো নিয়েও বৈঠক করেছেন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে ১৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে সরকারের তরফে সব বিমানবন্দরেই random কোভিড পরীক্ষা বাড়ানোর ওপর জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি সরকারের তরফ থেকে জানানো হয়েছে চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে আসা নাগরিকদের অবশ্যই কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। গত ১ জানুয়ারি থেকে এই নিয়ম চালু হয়েছে।