লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি অভিযানের সময় ইডি অফিসারের ডাউনলোড করা ১৬টি ফাইলের তথ্য আদালতে জমা দিল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। আদালত সূত্রে খবর, বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই তথ্য জমা দেয় সিএফএসএল। তবে বিস্তারিত রিপোর্ট এখনও জমা দেওয়া হয়নি। তার জন্য আরও কিছুটা সময় চেয়েছে সিএফএসএল। বিস্তারিত রিপোর্টের জন্য যাতে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়, এদিন আদালতে সেই আর্জি জানানো হয় সিএফএসএল-এর তরফ থেকে। হাইকোর্টের তরফে সিএফএসএলের এই আর্জি মঞ্জুরও করা হয় বলে জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। উল্লেখ্য, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, ‘ইসিআইআর খারিজের মামলায় এই অভিযোগ জানানোর কী প্রয়োজন ছিল? আলাদা করে মামলা করলেই তো হত।’ যদিও অভিষেকের আইনজীবীর বক্তব্য, যেহেতু রায়দান স্থগিত রাখার পর এই ঘটনা ঘটেছে, তাই তাঁরা এই আদালতের দ্বারস্থ হয়েছেন। প্রসঙ্গত, ইডির তল্লাশি অভিযান চলাকালীন লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসের একটি কম্পিউটারে ১৬টি ‘অজানা’ ফাইল ডাউনলোড করা নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক শুরু হয়। এদিকে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার তরফে এই ঘটনায় লালবাজারে সাইবার শাখায় অভিযোগও জানানো হয়। এসবের মধ্যেই বিষয়টি হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে নজরে আনেন অভিষেকের আইনজীবী।
প্রসঙ্গত, গত সোমবার এই মামলার শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডির আইনজীবীকে বলেন, তিনি যেন ইডির তদন্তকারী অফিসারকে বলে দেন যে এই ১৬টি ডাউনলোড হওয়া ফাইল আগামী দিনে আর কোনও ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না তদন্তকারী সংস্থা। এদিকে আগামী ১২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।