অস্ট্রেলিয়ার নোট থেকে বাদ পড়ছে রানির ছবি

অস্ট্রেলিয়ার (Australia) নোট থেকে সরছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি। পরিবর্তে অস্ট্রেলীয় মুদ্রায় স্থান পাবে সে দেশের পার্লামেন্ট ও ব্যক্তিত্বর ছবি। অস্ট্রেলিয়ার ৫ ডলারের নোটে ছবি রয়েছে ব্রিটেনের প্রাক্তন রানি দ্বিতীয় এলিজাবেথের। ৫ মাসে আগে প্রয়াত হয়েছেন রানি। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে  সে দেশের মুদ্রায় দ্বিতীয় এলিজাবেথের ছবি থাকবে কী না তা নিয়ে। এরপর বুধবারই এই ছবি বদলের সিদ্ধান্তের কথা জানা গিয়েছে।  তবে সেই মুদ্রার নকশা এখনও চূড়ান্ত হয়নি।

অস্ট্রেলিয়ার সরকার লিখিতভাবে জানিয়েছে, এবার ৫ ডলারের নোটের এক পিঠে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছবি ও অন্য পিঠে দেশের সংস্কৃতি এবং ইতিহাসের ছবি ফুটিয়ে তোলা হবে।পাশাপাশি নোটের ছবি বদলের জন্য় গণভোট করতে হবে। জনমত নিতে হবে, তবেই নতুন নকশা ফুটবে অস্ট্রেলিয়ার মুদ্রায়। যতদিন এই নকশা চূড়ান্ত না হয়, ততদিন পুরনো নোট ব্যবহার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 15 =