নয়াদিল্লি : ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কিছু দিন ধরেই, আর তা সত্যি হল বুধবার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরেই নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। অর্থাৎ সিরিজের বাকি দুই টেস্টে অশ্বিনকে আর পাবেন না রোহিত শর্মারা।
ভারতের হয়ে ১০৫টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি। এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৩৭ বার। পাশাপাশি ৩৪৭৪ রানও করেছেন তিনি।
রয়েছে ৬টি শতরান ও ১৪টি অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সর্বাধিক উইকেট তাঁর দখলে। কিন্তু গত নিউজিল্যান্ড সিরিজ থেকেই ম্লান ছিলেন অশ্বিন। অস্ট্রেলিয়াতেও একমাত্র অ্যাডিলেড টেস্ট ছাড়া বাকি দুই টেস্টে প্রথম একাদশে জায়গা পাননি তিনি। সেখানে মাত্র একটি উইকেট পান। সেই কারণেই হয়তো অবসরের সিদ্ধান্ত নিলেন অশ্বিন। বিসিসিআই জানিয়েছে, ধন্যবাদ অশ্বিন। আয়ত্ত, উজ্জ্বলতা এবং উদ্ভাবনের সমার্থক একটি নাম। টিম ইন্ডিয়ার অমূল্য অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। আপনাকে অভিনন্দন।