জেহাদিদের হাতেই খতম ইসলামিক স্টেটের প্রধান

বাগদাদ: শীর্ষনেতা আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরেশির মৃত্যুর পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের নতুন প্রধান হচ্ছেন আবু হাফস আল-হাশিমি আল-কুরেশি। গত ৩ অগস্ট উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে হায়াত তাহরির আল-শাম জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরেশির মৃত্যু হয়। ইসলামিক স্টেট সংগঠনের তরফেই খবরটি জানানো হয়েছে। শুধু তাই নয়, নতুন প্রধানের নামও ঘোষণা করেছে আইএস। আইএস প্রতিষ্ঠা হওয়ার আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরেশি ছিল পঞ্চম শীর্ষনেতা। তাঁর মৃত্যুর খবর এর আগেও প্রকাশ্যে এসেছিল। চলতি বছরের এপ্রিল মাসে ইসলামিক স্টেটের শীর্ষনেতার মৃত্যু হয়েছিল বলে দাবি করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। যদিও সেই সময় এরদোগানের দাবি নস্যাৎ করা হয়েছিল জঙ্গি সংগঠনের তরফে।
বলে রাখা ভালো, দীর্ঘদিন ধরেই সিরিয়ার সুন্নি জঙ্গি সংগঠন তাহরির আল-শামের সঙ্গে আধিপত্যের লড়াই চলছে ইসলামিক স্টেটের। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তাহরির। এক সময় আল কায়দার শাখা সংগঠন হয়ে থাকলেও, ২০১৬ সালে পৃথক পথে চলতে শুরু করে। উত্তর-পশ্চিম সিরিয়ায় নিজেদের রাশ মজবুত করেছে তাহরির আল-শাম। নিজের এলাকায় ইসলামিক স্টেটকে কড়া নিয়ন্ত্রণে রেখেছে তারা।
প্রসঙ্গত, গত বছর সিরিয়ার ইদলিব শহরে মার্কিন ফৌজের এক অভিযানে মৃত্যু হয় তৎকালীন আইএস প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশি এবং আইএস মুখপাত্র আবু হামজা আল-কুরেশির। তারপরই আবু আল-হাসান আল-হাশিমি আল-কুরেশিকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে সংগঠনটি। তার মৃত্যুর পর দলের রাশ ধরে আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরেশি।
উল্লেখ্য, ২০১৯ সালে সিরিয়ার ইদলিব শহরে মার্কিন ‘ডেল্টা ফোর্স’-এর গোপন অভিযানে খতম হয় আইএসের প্রথম সুপ্রিম লিডার আবু বকর আল বাগদাদির। ২০১৭ সেলে ইরাকে পরাজিত হয় ইসলামিক স্টেট। তবে হারলেও এখনও যথেষ্ট শক্তি ধরে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =