উপাচার্য বিহীন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সামলাবেন রাজ্যপাল

পশ্চিমবঙ্গের বেশকিছু বিশ্ববিদ্যালয় উপাচার্য না থাকায় পড়ুয়াদের বিভিন্ন ডকুমেন্ট, সার্টিফিকেট সংগ্রহ করতে অসুবিধা হচ্ছে। তাই সেকথা মাথায় রেখে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যের যে দায়িত্ব রাজভবন থেকে পালন করবেন। আপাতত অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন তিনি।

পাশপাশি রাজভবন সূত্রে খবর, পড়ুয়াদের সার্টিফিকেট সহ বিভিন্ন কাগজপত্র প্রদানের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় তাই এই সিদ্ধান্ত। রাজভবনে যে আমনে-সামনে বলে অনুষ্ঠানটি হয় তার মেইল আইডিতে ওই  বিশ্ববিদ্যালয়গুলির পড়ুয়ারা তাঁদের প্রয়োজন মতো মেইলও করতে পারেন। এর পাশাপাশি একটি ল্যান্ড নম্বর দেওয়া হয়েছে, যেখানে তাঁরা সরাসরি ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন। একইসঙ্গে ডক্টর রাজকুমার কোঠারিকে বারাসত পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য পদের দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত দু মাস সেখানে কোনও স্থায়ী উপাচার্য ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − ten =