গুজরাতে নির্বাচনের আগে নাগরিকত্ব দেবে সরকার, বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

এ বছরই ডিসেম্বরে বিধানসভা নির্বাচন গুজরাতে (Gujarat Election 2022)। আর তার জন্য এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে একাধিক রাজনৈতিক দল। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও জোর কদমে চলছে জনসংযোগ ও প্রচার। এই আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry) তরফে গুজরাতবাসীর জন্য বড় চমকের ঘোষণা করা হল।

ভোটমুখী গুজরাতের জন্য বড় ধরনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে গুজরাতে আসা অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দু,বৌদ্ধ,শিখ,জৈন, পারসি ও খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব আইন,১৯৫৫ অনুযায়ী এই নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান- এই তিন দেশ থেকে এসে গুজরাতের মেহসানা ও আনন্দ জেলায় বহু অমুসলিম বাস করছেন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই তিন দেশ থেকে যেসব অ-মুসলিমরা এসেছে তাঁদেরই নাগরিকত্ব দিতে চায় নরেন্দ্র মোদি সরকার।

ভারতীয় নাগরিকত্ব পেতে তাঁদের অনলাইনে আবেদন করতে হবে। সেই সব আবেদন খতিয়ে দেখবেন জেলাশাসক। আবেদন ও জেলাশাসকের রিপোর্ট খতিয়ে দেখে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবে কেন্দ্র। ভোটের আগে গুজরাতে নাগরিকত্ব কার্যকর করা নিঃসন্দেহে একটা বড় রাজনৈতিক কৌশল বলে মনে করছেন বিভিন্ন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =