ডাক্তারদের এখনও সাড়া দিল না সরকার, অতিক্রান্ত ২০ ঘণ্টারও বেশি সময়

কলকাতা : দীর্ঘ ২০ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও ধর্মতলায় অনশনে বসে আছেন জুনিয়র ডাক্তারেরা। এখনও সরকার বা প্রশাসনের তরফে কোনও সাড়া মেলেনি। ১০ দফা দাবি নিয়ে অনশন চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা। যতক্ষণ পর্যন্ত তাঁদের দাবি পূরণ না হচ্ছে, তত ক্ষণ অনশন চলবে।

রবিবার সকালেই বৃষ্টি নামে ধর্মতলায়। সঙ্গে ঝোড়ো হাওয়া। তার মাঝেই মেট্রো চ্যানেলের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারেরা নিজেরাই ত্রিপল বাঁধার কাজে হাত লাগান। বাঁশ এবং কাঠ কেটে অস্থায়ী মঞ্চ মেরামত করা হয়। পুলিশের কাছে বায়ো টয়লেট তৈরির অনুমতি চেয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। এখনও কোনও জবাব আসেনি লালবাজার থেকে। ফলে, ধর্মতলায় তাঁরা নিজেরাই বায়ো টয়লেট তৈরির কাজে হাত লাগিয়েছেন।

ধর্মতলার অনশনমঞ্চে দুপুরে গিয়েছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার, কিঞ্জল নন্দেরা। সেখান থেকে তাঁরা দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের উদ্দেশে রওনা দিয়েছেন। অনশনকারী ডাক্তারদের শারীরিক পরীক্ষা করা হয় ধর্মতলার মঞ্চে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + fourteen =