আসানসোল : রবিবার, আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিন ছিল। এই দিন রানীগঞ্জে প্রচারে এসে ঝড় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন রানীগঞ্জের সীতারামজি ভবন থেকে রামনবমীর আখড়ায় যোগ দেন শুভেন্দু অধিকারী। কয়েক হাজার মানুষের সমাগমে পুরো রানীগঞ্জ শহর প্রদক্ষিণ করে আখড়ায় জমায়েত হয় শহরবাসীরা।
এই আখড়ায় আগাগোড়াই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের প্রচারে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়-কে দেখতে পাইনি শহরের মানুষ। তিনি আরো বলেন, শুনেছি আসানসোলের রবীন্দ্রভবনে তৃণমূলের বেশ কয়েকটি সভা হয়েছে।
কিন্তু সেখানেও রানীগঞ্জের বিধায়ককে দেখা যায়নি। চন্দ্রশেখর বাবু বলেন, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে হাজার হাজার মানুষের জমায়েত বুঝিয়ে দিয়েছে লোকসভা উপনির্বাচনে আসানসোল আসনটি বিজেপি জিতবে।