আশিস বন্দ্যোপাধ্যায়
কিছুদিন আগেই ট্র্যাপ ক্যামেরাতে একটি চিতাবাঘের ছবি ধরা পরেছিল পুরুলিয়ায়। তখনই বন দপ্তরের সন্দেহ হয়েছিল, নিশ্চিত এই জঙ্গলে আরও একটি চিতাবাঘ থাকবে। বন দপ্তরের আধিকারিকদের মতে, সাধারণত চিতাবাঘ জোড়ায় থাকে। একটি পুরুষ চিতা থাকলে একটি মাদি চিতাও থাকার কথা। এবার তারও দেখা মিলল ক্যামেরায়।
বন দপ্তর জানিয়েছে, পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জাবর পাহাড় জঙ্গলে বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পরল জোড়া চিতাবাঘ। একই ট্র্যাপ ক্যামেরায় রাতের অন্ধকারে এবং ভোরের আলোয় ধরা পরে দুটি চিতাবাঘের ছবি। প্রাথমিকভাবে বন দপ্তরের অনুমান, ওই দুটি চিতাবাঘের মধ্যে একটি পুরুষ এবং একটি মাদি চিতাবাঘ রয়েছে। যেহেতু ক্যামেরাতে আসা ছবিগুলি পরিষ্কার নয়, তাই এখনও কিছুটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ছবিগুলো অস্বচ্ছ হলেও দু’টি আলাদা।
বনদপ্তর জানিয়েছে, গত কয়েকমাস ধরেই চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করছিল বনদপ্তর। তারপরই সিমনি বিটের একাধিক জায়গায় ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়। এরপরই গত মাসের ২৭ জুন রাত ০১:৫৫:৪১ সেকেন্ডে ট্র্যাপ ক্যামেরায় ধরা পরে একটি হৃষ্টপুষ্ট চিতাবাঘের ছবি। এরপরই ২৯ জুন একই ক্যামেরায় ভোর ০৪:৫৮:৩৮ সেকেন্ডে ধরা পড়ে আর একটি চিতাবাঘের ছবি। যেটি আগের থেকে উচ্চতায় ছোট এবং খানিকটা লম্বাটে গড়নের চিতাবাঘ বলে বন দপ্তরের অনুমান। ট্র্যাপ ক্যামেরার ছবিগুলো ইতিমধ্যেই অরণ্য ভবনে পাঠিয়েছে পুরুলিয়া বনবিভাগ। তারই সঙ্গে আরও পরিষ্কার ছবি কিভাবে সংগ্রহ করা যায় সেই চেষ্টাও চালানো হচ্ছে। পুরুলিয়ার জঙ্গলে জোড়া চিতাবাঘ মেলায় আপাতত খুশির হাওয়া বন দপ্তরে।