কলকাতা : হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওডিশা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপ অঞ্চল।
এর প্রভাবে সমুদ্রও উত্তাল রয়েছে। সমুদ্রের উপর হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০-৫৫ কিমি পর্যন্ত হতে পারে। সেই জন্য সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে।
উল্লেখ্য, ঘূর্ণাবর্তর জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, দক্ষিণ বাংলাদেশ এবং আশপাশের এলাকার উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল।