কেরলে নিপা ভাইরাসের আতঙ্ক ! মৃত ২, জারি সতর্কতা

ফের আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস। কেরলে পরপর দু’টি ‘অস্বাভাবিক মৃত্যু’র পরে সেখানে জারি হয়েছে সতর্কতা। কোঝিকোড়ের এক বেসরকারি হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন ওই দু’জন। কিন্তু এরপরই তাঁদের মৃত্যু হয়। এদিকে এখনও সেখানে একই উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৪ জন। তাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। সব মিলিয়ে আতঙ্ক ক্রমেই বাড়ছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার কোঝিকোড়ের এক বেসরকারি হাসপাতালে যে ২ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁদেরই এক আত্মীয়, ২২ বছরের যুবকও একই উপসর্গ নিয়ে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তিনি আইসিইউ-তে রয়েছেন। এছাড়া যে ৩ শিশু ভর্তি রয়েছে তাদের মধ্যে ৪ বছর, ৯ বছর থেকে ১০ মাস বয়সের শিশুও রয়েছে। সকলেরই জ্বর, সর্দি, শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে। ইতিমধ্যেই পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি তথা এনআইভিতে পাঠানো হয়েছে নমুনা।

উল্লেখ্য, কোঝিকোড়ে এর আগেও নিপা ভাইরাসের দৌরাত্ম্য দেখা দিয়েছে। ২০১৮ ও ২০২১ সালে দু’বার আতঙ্ক ছড়িয়েছিল নিপা। প্রথমবার ২৩ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। প্রাণ হারিয়েছিলেন ১৮ জন। এবার নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − five =