২৪ জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। আগেই জানা গিয়েছিল, আজই ঘোষিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ। সেই মতোই এদিন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার জানালেন, আগামী ১৮ জুলাই হবে নির্বাচন। ফল ঘোষণা হবে ২১ জুলাই।
ভারতীয় সংবিধানের ৬২তম ধারা অনুযায়ী দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ২০২২ সালের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪,৮০৯। তিনি আরও উল্লেখ্য করেন, কোনও রাজনৈতিক দল রাষ্ট্রপতি নির্বাচনে হুইপ জারি করতে পারবে না।
সূত্রের খবর, রাজ্যসভায় মেয়াদ ফুরোনো নেতাকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করতে পারে বিজেপি। অনেকেই মনে করছেন, ২৪-এর লোকসভা নির্বাচনের কথা ভেবে রাষ্ট্রপতি নির্বাচনে চমক দিতে চাইছে গেরুয়া শিবির। পিছিয়ে পড়া সম্প্রদায়ের কোনও মহিলাকে রাষ্ট্রপতি হিসাবে চাইছে দলের একাংশ। অন্য অংশের দাবি সংখ্যালঘু মুখ। সংখ্যালঘু মুখই যদি সিদ্ধান্ত হয় তবে মুখতার আব্বাস নকভি হতে পারেন রাষ্ট্রপতি পদপ্রার্থী।
উল্লেখ্য, এনডিএ-র কাছে বিধায়ক-সাংসদ মিলিয়ে মোট ভোটের ৪৮.৮ শতাংশ ভোট রয়েছে। স্বভাবতই বিজেপি চাইছে জোটসঙ্গী ও সমমনোভাবাপন্ন দলগুলি ‘স্বস্তিদায়ক’ অবস্থান নিক। অন্যদিকে ক’দিন আগেই বিকল্প জোট নিয়ে সরব হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মতে, বিরোধী শিবির একজোট হলে রাষ্ট্রপতি ভোটে বিজেপির প্রার্থী বিপদের মুখে পড়তে পারেন। এখন প্রশ্ন হল, কে হতে চলেছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি?