কাঁথি পুরসভা দুর্নীতি মামলায় গ্রেপ্তার সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক 

কাঁথি: কাঁথি পুরসভার দুর্নীতির মামলায় অবশেষে অধিকারী পরিবারের ঘনিষ্ঠকে গ্রেপ্তার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সোমবার রাতভর অভিযান চালিয়ে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক গোপাল সিংকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বাড়ি কাঁথি শহরের আঠিলাগড়ি গ্রামে। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পেশ করবে পুলিশ। পুলিশ সূত্রের খবর, কাঁথি শহরে রাঙামাটি শ্মশান সংলগ্ন স্টল নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে তৎকালীন পুরপ্রধান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী বিরুদ্ধে। তদন্তের দাবি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন কাঁথির বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না। তৎকালীন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী, সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ কুমার বেরা, ঠিকাদার সতীনাথ দাস অধিকারীর নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ কুমার বেরা, ঠিকাদার সতীনাথ দাস অধিকারীকে গ্রেপ্তার করে। এরপরই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় শুভেন্দুর ভাই সৌমেন্দু। আদালতের তরফে জানানো হয়, ১৩ জুলাই পর্যন্ত সৌমেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু তদন্তের কারণে জিজ্ঞাসাবাদ চালাতে পারে পুলিশ। এরপরই আচমকা তদন্তের স্বার্থে সোমবার রাতে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ তথা সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক গোপাল সিংকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কাঁথি পুরসভার সরকারি চালক ছিলেন। অভিযোগ, সৌমেন্দু অধিকারীর আমলে পুরসভার গাড়ি না চালিয়ে ব্যক্তিগতভাবে সৌমেন্দু অধিকারীর গাড়িচালক ছিলেন তিনি। গত কয়েকমাস আগে কাছে পুরসভা থেকে অবসর গ্রহণ করেন গোপাল সিং। কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, তদন্তের কারণে প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর গাড়িচালক গোপাল সিংকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − thirteen =