জাতীয় সড়কে ফ্লাইওভার ভেঙে লরি নীচে পড়ায় মৃত চালক

নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়ংকর দুর্ঘটনা, ফ্লাইওভার ভেঙে নীচে পড়ল ফ্লাই অ্যাশ ভর্তি লরি। মৃত লরির চালক।
মঙ্গলবার বেলা বারোটা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে রানিগঞ্জ থেকে অণ্ডালের দিকে আসছিল একটি ফ্লাই অ্যাশ ভর্তি ১০ চাকার লরি। বক্তা নগর চক্রামবাটি ফ্লাই ওভারের ওপর হঠাৎ লরির চাকা ব্লাস্ট হয়ে যাওয়ায় ফ্লাইওভারের রেলিং ভেঙে একেবারে নীচে পড়ে লরিটি। ঠিক সেই সময়ই ফ্লাইওভারের নীচে সাবওয়েতে কোনও মানুষজন ছিল না, থাকলে বড়সড় বিপদ ঘটতে পারত। ঘটনাস্থলে পৌঁছন অণ্ডাল থানার পুলিশ ও ট্র্যাফিকের কর্মীরা। ফ্লাইওভারের ওপর থেকে একেবারে নীচে পড়ে লরিটি দুমড়ে যায়। লরির ভেতর থেকে দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় মৃত লরির চালককে উদ্ধার করা হয়। ঘটনায় স্বাভাবিক ভাবেই সাবওয়ের আশপাশের দোকানদার এবং পথচলতি মানুষজন আতঙ্কিত। দুমড়ে মুচড়ে যাওয়া লরিটিকে রাস্তা থেকে উদ্ধারের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =