রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশি, অভিযোগ জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত

কলকাতা : পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। খসড়া তালিকা থেকে প্রাথমিকভাবে ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও রকম সংযোগ বের করা যায়নি এমন ভোটারের সংখ্যা ৩০ লক্ষ। কি কি কারণে, নাম বাদ গেল, তার কারণও উল্লেখ করা রয়েছে খসড়া ভোটার তালিকায়। নামের পাশে হয় মৃত, নয়তো অনুপস্থিত, অথবা ডুপ্লিকেট, এমন কারণের উল্লেখ রয়েছে।

এই রাজ্যেই প্রথম বাদ পড়া নামের তালিকার পাশাপাশি বাদ দেওয়ার কারণ প্রকাশ করা হয়েছে। তবে এই সংক্রান্ত কোনও অসঙ্গতি চোখে পড়লে বিএলও-কে গিয়ে জানানো যাবে। কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও কেন ‘অনুপস্থিত’ লেখা রয়েছে, সেই প্রশ্নও তোলা যাবে। অনুপস্থিত থাকলে সেকথাও জানানো যাবে।

নিজের পরিবার, প্রতিবেশী বা পরিচিত কেউ যদি মারা গিয়ে থাকেন, তার পরও যদি সেই ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকে, সেক্ষেত্রেও অভিযোগ জানানো যাবে। খসড়া তালিকায় নিখোঁজ ভোটারের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮। মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২। স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬। খসড়া তালিকায় ভুয়ো ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮।

নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় নাম না থাকলে, অর্থাৎ বাদ যাওয়ার তালিকায় নাম থাকলে দুশ্চিন্তার কোনও কারণ নেই। তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হবে। ১৬-ই ডিসেম্বর থেকে ৭-ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি এবং ভেরিফিকেশন চলবে। ১৪-ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =