দরজা খোলা, অফিস টাইমে ছুটল মেট্রো

কলকাতা: ব্যস্ত সময়ে দরজা খোলা থাকা অবস্থাতেই ছুটল মেট্রো। বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি জানতে পেরে দ্রুত কর্তব্যরত আরপিএফ কর্মীরা চলে আসেন। থোলা দরজার সামনে গার্ড দিয়ে দাঁড়ান তাঁরাই। ফলে কোনও দু্র্ঘটনা ঘটেনি। নিরাপদেই শেষ স্টেশন পর্যন্ত পৌঁছেছেন যাত্রীরা।

এদিন সকাল ৯.২৯টা নাগাদ কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রোয় (Dum Dum Metro Station) এই ঘটনাটি ঘটে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, কুদঘাট থেকে কালীঘাট পর্যন্ত সামনের দিকের একটি কামরার একটি দরজা খোলা ছিল। অফিস টাইমে সেই সময় যথেষ্ট ভিড় ছিল মেট্রোয়। স্বাভাবিক ভাবেই তাই যাত্রীদের লাইনে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। অনেকেই দরজা খোলা অবস্থায় মেট্রো চলতে দেখে আতঙ্কে চিৎকার করে পরিস্থিতি সামাল দিতে আসরে নামে আরপিএফ। ছুটে আসেন মেট্রোর ইঞ্জিনিয়াররাও। তাঁরা ওই খোলা দরজাটির সামনে গার্ড করে দাঁড়িয়ে পড়েন। যাত্রীরা যাতে ভুলবশত সেদিকে না যায়, তা নিশ্চিত করেন তাঁরা। তবে কর্মব্যস্ত দিনে ভিড় থাকায় বেশ সমস্যাতেই পড়তে হয় তাঁদের। কালীঘাট স্টেশনে পৌঁছনোর পর দরজাটি বন্ধ করা সম্ভব হয়। তারপর নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছায় মেট্রো (Kolkata Metro) রেলটি।মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই দরজা বন্ধ হতে চাইছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =