গুলি বার করেছেন ডাক্তাররা, এখন ভালো আছেন অভিনেতা গোবিন্দা

মুম্বই : নিজের বন্দুক থেকে গুলি ছিটকে চোট পেলেন অভিনেতা গোবিন্দা। মঙ্গলবার সকালে নিজের ব্যবহৃত (লাইসেন্সড) বন্দুক থেকে গুলি ছিটকে জখম হয়েছেন অভিনেতা। মুম্বইতেই ভর্তি রয়েছেন ক্রিটি কেয়ার এশিয়া হাসপাতালে। সেই বিষয়ে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, আপাতত সুস্থ রয়েছেন অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ডাক্তাররা গুলি বার করেছেন। মঙ্গলবার সকালে আচমকাই গোবিন্দার হাত থেকে পড়ে যায় বন্দুকটি। তারপরেই সেটি থেকে গুলি চলে যায় ও পায়ে আঘাত লাগে তাঁর।

যদিও চিকিৎসকেরা পা থেকে গুলিটি বের করে দিয়েছেন। আপাতত সুস্থ রয়েছেন গোবিন্দ। মঙ্গলবারই কলকাতায় আসার কথা ছিল তাঁর। এমনটাই জানিয়েছেন গোবিন্দার ম্যানেজার শশী সিনহা। গোবিন্দা ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, প্রার্থনার জন্য অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এদিকে, অভিনেতা গোবিন্দার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। টেলিফোনে গোবিন্দার সঙ্গে কথা বলেছেন শিন্ডে, অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − two =