মালদা মেডিক্যালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখলেন জেলাশাসক

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিষেবা এবং অন্যান্য পরিকাঠামো তদারকি করলেন সদ্য দায়িত্ব পাওয়া জেলাশাসক নীতিন সিংঘানিয়া। মালদার জেলাশাসক অবশ্য জেলা রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার তার এই আচমকা পরিদর্শনে রীতিমতো নড়েচড়ে বসে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। যদিও সমস্ত বিভাগ তদারকি করে দেখার পর স্বস্তির কথায় জানিয়েছেন জেলাশাসক নীতিন সিংঘানিয়া। তিনি বলেন, মেডিক্যাল কলেজে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে রোগীদের জন্য পরিষেবা দিয়ে যাচ্ছেন। এদিন দুপুরে মালদা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা: পার্থপ্রতিম মুখার্জি সহ হাসপাতালে দায়িত্বে থাকা অন্যান্য আধিকারিকদেরকে নিয়ে প্রথমে মালদা মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগ ওপিডি বিল্ডিং সহ ট্রমা কেয়ার পরিদর্শন করেন জেলাশাসক। জেলাশাসক নীতিন সিংঘানিয়া জানিয়েছেন, মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো আরো কিভাবে ভালো করা যায় এবং সাধারণ মানুষকে কিভাবে সুষ্ঠু পরিষেবা দেওয়া যায় সেই বিষয আলোচনা করা হয়। অন্যদিকে মেডিক্যাল কলেজের নোংরা আবর্জনা সহ জল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন জেলাশাসক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নীতিন সিংঘানিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 20 =