নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বোড়ামারা গ্রামের সকলের আবাসের তালিকায় নাম এসেছিল বলে দাবি। সকলেই ভেবেছিলেন এবার কাঁচা বাড়ি ছেড়ে পাকা বাড়িতে আশ্রয় পাবেন। কিন্তু সেই বাড়ি পাওয়ার আগেই ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। দেওয়াল চাপা পড়ে তিন শিশুর মর্মান্তিক এই মৃত্যুতে নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিল আবাস যোজনা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপোড়েনকেই।
বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বোড়ামারা গ্রামে সব মিলিয়ে প্রায় ২০ থেকে ২২টি পরিবারের বসবাস। এই গ্রামের প্রতিটি পরিবারেরই বাড়ি কাঁচা। আবাস যোজনা প্রকল্পের উপভোক্তা তালিকায় এই গ্রামের প্রত্যেকেরই নাম এসেছিল বলে দাবি স্থানীয় বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের প্রধানের। তাঁর দাবি, গ্রামের সকলেই আশা করেছিলেন এবার অন্তত তাঁরা কাঁচা বাড়ি ছেড়ে মাথার ওপর পাকা ছাদ পাবেন। কিন্তু কোনও অজানা কারণে সেই আবাস আর মেলেনি। অগত্যা কাঁচা বাড়িতেই দিনযাপন করতে হত গ্রামের প্রত্যেককে। সেই কাঁচা বাড়ির দেওয়ালই কেড়ে নিল ছোট্ট তিন শিশুর জীবন।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অবশ্য এর জন্য দুষেছেন কেন্দ্রের সরকারকেই। বিষ্ণুপুরের সাংসদ অবশ্য পালটা এর জন্য কাঠগড়ায় তুলেছে রাজ্য সরকারকে। আবাস নিয়ে তৃণমূল ও বিজেপির এই পারস্পরিক চাপানউতোরের মাঝেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল আবাস প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য চাপানউতোরকেই।