হাই প্রোফাইল আসানসোল ক্লাবের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হল এক তরুণ ব্যবসায়ীর। এই ঘটনার পর শিল্পাঞ্চল জুড়ে চাপা গুঞ্জন শুরু হয়েছে ওই সুইমিং পুলের নিরাপত্তা নিয়ে। রবিবার সকালে আসানসোল ক্লাবের সুইমিং পুলে ব্যবসায়ী সৌরভ মিহারিয়ার (৩৯) মৃত্যু হয়। তিনি এদিন সকালে অভিজাত ওই ক্লাবের সুইমিং পুলে ড্রাইভ দিয়ে আর ওপরে উঠে আসেননি। মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে আসানসোল বাজার এলাকায়। সৌরভ আসানসোলের প্রতিষ্ঠিত কাপড় ব্যবসায়ী মিহারিয়া পরিবারের সদস্য। সুইমিং পুলে নেমে ওই ব্যবসায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের। পুলিশের দাবি ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে পরিবারের তরফ থেকে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। আসানসোল ক্লাবের সভাপতি সোমনাথ বিসওয়াল জানান, সৌরভ মিহারিয়া সুইমিং পুলে প্রতিদিন সকালে সাঁতার কাটতে আসেন। তিনি ভালো সুইমার ছিলেন। সাঁতার কাটতে নেমে তার মৃত্যু হয়। চিকিৎসক আশঙ্কা করছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। উল্লেখ্য, কলকাতার এক নামকরা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে দুর্ঘটনার পর রাজ্যজুড়ে সচেতন করা হয় সমস্ত সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে। নির্দেশ দেওয়া হয় সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে কঠোর নজরদারির। কিন্তু, রবিবারে আসানসোল ক্লাবে এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে নিরাপত্তার দিকগুলো নিয়ে।