দেশে সামান্য কমল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমিতের সংখ্যা ৫,৬৪৩। শনিবার এই সংখ্যা ছিল ৫,৭৪৭। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ করলে দেখা যায়, দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও দু’হাজারের উপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক সংক্রমিতের সংখ্যা ২,২১১। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে মহারাষ্ট্র (৬৩১), তামিলনাড়ু (৪৭৯), কর্নাটক (৪৭৬), পশ্চিমবঙ্গ (২৮৩) এবং ওডিশা (২৩৩)।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে তিন জন, ছত্তিশগড়ে দু’জন এবং কর্নাটক, পশ্চিমবঙ্গ, দিল্লি, রাজস্থান, গুজরাত, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ ও কেরলে এক জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ ছাড়াও কেরলে করোনায় আক্রান্ত হয়ে ২১ জন ব্যক্তির আগে মৃত্যু হয়েছিল যা তালিকায় পরে নথিভুক্ত করা হয়েছে। শনিবার এই সংখ্যা ছিল ১৬। দেশে এখনও পর্যন্ত ৫ লক্ষ ৩০ হাজার ৭৪৯ জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − seventeen =