কাবুলে বড়সড় বিস্ফোরণ। এদিন সন্ধ্যায় জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে আফগান রাজধানীর ‘আলোকোজায়ে কাবুল আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড’। শ্পেজেজা টি-টোয়েন্টি লিগের ম্যাচ চলাকালীন স্ট্যান্ডে বসে থাকা দর্শকদের মধ্যেই বিস্ফোরণটি ঘটে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ।
তড়িঘড়ি দুই পক্ষের খেলোয়াড়দেরই একটি বাঙ্কারের ভিতরে নিয়ে যাওয়া হয়। হামলার সময় স্টেডিয়ামে রাষ্ট্রসংঘের কর্তারাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। বিস্ফোরণের পরই স্টেডিয়ামে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
জানা গিয়েছে এদিন কাবুল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পামির জালমি এবং বন্দ-এ-আমির ড্রাগনস দলের মধ্যে শাপেজেজা ক্রিকেট লিগের ২২ তম লিগ ম্যাচ চলছিল। খেলা চলাকালীনই এই ঘটনা ঘটে। কাবুল পুলিশের সদর দপ্তরের পক্ষ থেকে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে বেসরকারি মতে এই ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।