নয়াদিল্লি: আইএস সন্দেহভাজন মহসিন আহমেদকে ১৬ অগস্ট পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠাল পাতিয়ালা হাউস কোর্ট। সোমবার এনআইএ হেপাজত শেষ হওয়ার পর মহসিনকে আদালতে পেশ করা হয়েছিল।
এনআইএ আদালতকে জানিয়েছে, মহসিনের স্ট্রিংগুলি অনেক রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য অন্য রাজ্যে নিয়ে যাওয়া দরকার, যাতে তার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করা যায়। মহসিন কার কাছে টাকা বিদেশে পাঠাতেন এবং কারা তার হ্যান্ডলার, তা খতিয়ে দেখা হবে। এনআইএ মহসিনের হেপাজতে দাবি করে।
গত ৬ অগস্ট বাটলা হাউস থেকে মহসিনকে গ্রেপ্তার করে এনআইএ। ৭ অগস্ট আদালত তাকে এদিন পর্যন্ত এনআইএ হেপাজতে পাঠায়। এনআইএ জানিয়েছে, মহসিন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সিরিয়ায় টাকা পাঠাতেন। তার বিরুদ্ধে যুবকদের আইএসে যোগ দিতে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে।