কলকাতা : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলের ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ৭ অক্টোবর পর্যন্ত দুজনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নগর ও দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্ট।
শুক্রবার জেল হেফাজত শেষে দুই অভিযুক্তই ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন। সিবিআই সওয়াল চলাকালীন আদালতকে জানান, পার্থ চট্টোপাধ্যায়ের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যোগ পাওয়া গিয়েছে। একইসঙ্গে সিবিআইয়ের তরফে জানানো হয়, অয়ন শীল চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অযোগ্য প্রার্থীদের কাছে থেকে টাকা তুলেছিলেন। সেই টাকা পৌঁছে দেওয়া হয়েছে পার্থ ঘনিষ্ঠের কাছে।
সিবিআই আরও জানায়, এমন কী ইমেল মারফত পাঠানো হয়েছিল নামের তালিকা। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে তদন্তের স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা প্রয়োজন বলে দাবি সিবিআইয়ের।