অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআইকে তদন্ত ৪ মাসের মধ্যে শেষ করার নির্দেশ আদালতের

নারাদা মামলায় সিবিআইকে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে তদন্ত ৪ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিচারপতি রাজাশেখর মান্থা জানান, আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তদন্ত শেষ করতেই হবে। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে নারদা মামলার এফআইআর থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অপরূপা পোদ্দার। আদালতের দ্বারস্থ হয়ে তৃণমূল সাংসদ অপরূপার অভিযোগ ছিল, ২০১৪ সালের ঘটনা, চার্জশিটেও তাঁর নাম নেই। সিবিআই অযথা হেনস্থা করছে বলেও অভিযোগ জানান তৃণমূলের এই সাংসদ। সঙ্গে এও দাবি করেন, গত ৮ বছরে তাঁর বিরুদ্ধে কোনও তথ্য মেলেনি। বুধবারও আদালতে অপরূপা জানান, সিবিআই এখনও সেই চিঠির কোনও সদুত্তর দিতে পারেনি। এরপরই এই মামলায় এমনই নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।
উল্লেখ্য, নারদা মামলায় প্রথম সারির অসংখ্য তৃণমূল নেতানেত্রীরা অভিযুক্ত। কেউ কেউ আবার দলবদলও করেছেন। যেমন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদরা প্রয়াত হয়েছেন ইতিমধ্যে। তবু তদন্ত একচুলও এগোয়নি বলে অভিযোগ। ২০১৬-র বিধানসভা ভোটের ঠিক আগে আগে নারদা স্টিং অপারেশন ফাঁস হয়। প্রথমে কলকাতার প্রদেশ কংগ্রেস অফিস এবং তার একটু পরই বিজেপি পার্টি অফিস থেকে এই ভিডিও প্রকাশ্যে আনা হয়। যদিও শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর সেই ফুটেজ গেরুয়া শিবিরের ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়। এরপরই, তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়, সারদা ও নারদা থেকে বাঁচতেই সিবিআই থেকে বাঁচতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 8 =