দেশের পরবর্তী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়!

এন ভি রমণের (NV Ramana) মেয়াদ ফুরোনোর পর কার্যত সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি (Chief Justice of Supreme Court) হন বিচারপতি ইউ ইউ ললিত (UU Lalit)। গত শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে তাঁর কাছে পরবর্তী স্থায়ী প্রধান বিচারপতির নাম জানতে চাওয়া হয়েছিল। মঙ্গলবার সেই নাম প্রস্তাব করলেন বিচারপতি ইউ ইউ ললিত। পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) নাম প্রস্তাব করেছেন তিনি।

এন ভি রমণের মেয়াদ ফুরোনোর পর গত অগস্ট মাসে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি ইউ ইউ ললিত। তবে দেশের শীর্ষ আদালতে কার্যত অস্থায়ী পদে রয়েছেন তিনি। তিন মাসেই ফুরোতে চলেছে সেই মেয়াদ। আগামী ৮ নভেম্বর প্রধান বিচারপতি পদ ছাড়বেন তিনি বিচারপতি ললিত। মঙ্গলবার তার আগে নিজের উত্তরসূরির নাম প্রস্তাব করলেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম জানতে চাওয়া ছাড়াও এই বিষয়ে টুইট করেছিল কেন্দ্র। যা নজিরবিহীন ঘটনা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালেই বিচারপতি চন্দ্রচূড়কে চিঠি দিয়ে প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম প্রস্তাবের কথা জানান ইউ ইউ ললিত। সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের উপস্থিতিতে এই চিঠি দেন তিনি। জানা গিয়েছে, নিয়ম মতো বিচারপতি ললিত পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তবের বিষয়টি কেন্দ্রীয় আইনমন্ত্রীকেও চিঠি লিখে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 8 =