‘যে দেশ লাদেনকে আশ্রয় দেয়…’ রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু তুলতেই পাকিস্তানকে তুলোধনা ভারতের

স্বাধীনতার ৭৫ বছর কেটে গিয়েছে, এখনও কাশ্মীর ইস্যু নিয়ে বিরোধ মেটেনি ভারত ও পাকিস্তানের মধ্যে। বুধবার রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু নিয়ে সরব হন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। তার পাল্টা জবাব দেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও।
বুধবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ছিল। বৈঠকের আলোচ্য বিষয় ছিল ‘আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা রক্ষা’। সেই বৈঠকেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘রাষ্ট্রসংঘের বিশ্বাসযোগ্যতা কঠিন পরিস্থিতিতে কীভাবে সাড়া দেওয়া হচ্ছে, তার উপরে নির্ভর করে, তা সে প্যান্ডেমিক বা জলবায়ু পরিবর্তন, সংঘর্ষ হোক কিংবা সন্ত্রাসবাদ।’

নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। ভারতকে নিশানা করে তিনি বলেন, ‘আপনারা যদি বহুত্ববাদের সাফল্য দেখতে চান, তাহলে কাশ্মীরে নিরাপত্তা পরিষদের প্রস্তাব লাগু করুন। প্রমাণ করুন, আপনাদের সভাপতিত্বে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আমাদের অঞ্চলে শান্তি ফেরাতে পারবে।’
পাক বিদেশমন্ত্রীর মন্তব্যের পালটা জয়শংকর বলেন,’যারা ওসামা বিন লাদেনের মতো জিহাদিকে অতিথি করে তাদের মুখে নীতিকথা মানায় না।’ তিনি আরও বলেন, ‘ভারত বরাবর বহুত্ববাদে এবং সংস্কারের পক্ষে। কিন্তু যারা পড়শি দেশের সংসদে হামলা চালায়, তাদের মুখে উপদেশ মানায় না।’ বলে রাখা ভাল, ১ ডিসেম্বরই এক মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব এসেছে ভারতের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =