৬৬ কাউন্সিলর যোগ দিলেন শিন্ডে শিবিরে, থানে পুরসভাও হাতছাড়া হল উদ্ধবের

মহারাষ্ট্রে (Maharashtra) মহাপালাবদল ঘটে গেলেও শেষ হয়নি উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) শিবসেনা (Shiv Sena) ভার্সেস শিন্ডে-সেনার লড়াই। ইতিমধ্যে উদ্ধব ক্ষমতাচ্যূত হয়েছেন। ক্ষমতায় এসেছেন বিক্ষুব্ধ সেনা একনাথ শিন্ডে (Eknath Shinde)। এবার থানে (Thane) পুরসভারও দখলও হাতছাড়া হল শিবসেনার উদ্ধব শিবিরের। ওই পুরসভার প্রায় সমস্ত কাউন্সিলর যোগ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শিন্ডের গোষ্ঠীতে। এদিকে চূড়ান্ত রাজনৈতিক হেনস্তার বাজারে সংসদীয় দলনেতা বদলে ফেললেন চিন্তিত উদ্ধব।

বৃহস্পতিবার থানে পুরসভার ৬৭ জন শিবসেনা কাউন্সিলরের ৬৬ জনই যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের গোষ্ঠীতে। কার্যত এই ঘটনায় থানে পুরসভার দখলও হাতছাড়া হল উদ্ধবের। এখানেই প্রথমবার ভোটে জিতে কাউন্সিলরও হন তিনি। পরবর্তীকালে এলাকার চারবারের বিধায়ক।

২৯ জুন কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোটের মহা বিকাশ অঘাড়ির সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে। একনাথ শিন্ডের নেতৃত্বে ৪০ জন বিদ্রোহী সেনা বিধায়করা অসমের বিলাসবহুল হোটেলে আশ্রয় নিয়েছিলেন। উদ্ধবের পদত্যাগের পরই ৩০ জন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন একনাথ শিন্ডে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট এখনও শেষ হয়নি। শিবসেনার কর্তৃত্ব নিয়ে উদ্ধব ও শিন্ডের শিবিরের মধ্যে টানাপোড়েন এখনও বাকি রয়েছে। কারণ দুপক্ষ নিজেদের আসল শিবসেনা বলে দাবি করে আসছেন। বিদ্রোহী শিবসেনা বিধায়ক গুলাবরাও পাতিল দাবি করেছিলেন শিবসেনার ১৮ জন সাংসদের মধ্যে ১২ জনই শিন্ডে শিবিরে যোগ দেবেন। মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি আগামী দিনে কোন দিকে যায় সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 1 =