‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ ভারতে রেকর্ড বুকিং গড়তে চলেছে!

ভয়ের নতুন সংজ্ঞা দিতে চলতি সপ্তাহের ৫ তারিখ মুক্তি পাবে ‘ দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ (The Conjuring: last Rites)। কনজুরিং ফ্র্যাঞ্চাইজি সারা বিশ্ব সহ ভারতবর্ষে বহু ফ্যানের তালিকার মধ্যে পড়ে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আগাম বুকিং। সূত্রে জানা গিয়েছে. মুক্তির দু’দিন আগেই থেকে প্রায় ৮০০০০ হাজার টিকিট বিক্রি হয়েছে। ভয়ের এই সিরিজ প্রথম মুক্তি পায় ২০১৩ সালে, তখন ভারতে ব্যবসা করেছিল ৮০ লক্ষ মতো। এরপর নির্মাতা ফেরেন ভয়ের পুতুল অ্যানাবেল নিয়ে। যা ভারতীয় বক্স অফিসে ব্যবসা করে প্রায় ২.১৮ কোটি টাকার। এরপর কনজুরিং ২ ২০১৬ সালে মুক্তি পায়, যা ব্যবসা করে প্রায় ৭ কোটি টাকার।

তবে, সূত্রে খবর, দ্য কনজুরিং : লাস্ট রাইটস নিয়ে দর্শকদের উৎসাহ তুঙ্গে। হল মালিকরা আশা করছেন, এই সিনেমা অন্তত ১৫ কোটি চাকার ব্যবসা করবে বারতে। উল্লেখ্য, একই দিনে অর্থাৎ ৫ তারিখ মুক্তি পাচেছ বলিউডের ‘বাগী ৪’ ও বাংলায় মুক্তি পাচেছ দ্য বেঙ্গল ফাইলস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =