‘আমাকে অপমান করার প্রতিযোগিতা চলছে’, রাবণ প্রসঙ্গে কংগ্রেসকে পালটা আক্রমণ মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘রাবণ’ বলেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। সেই ঘটনার দু’দিন পরে মুখ খুললেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে কে তাঁর বিরুদ্ধে সবথেকে অপমানজনক শব্দ প্রয়োগ করতে পারবে, কংগ্রেস নেতাদের মধ্যে তার প্রতিযোগিতা চলছে। বৃহস্পতিবার, গুজরাতে পঞ্চমহল জেলার কালোলে এক নির্বাচনী প্রচারসভা থেকে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবারই গুজরাতে (Gujarat Assembly Election) প্রথম দফার ভোট। এদিনই ভোটপ্রচারে গিয়ে কংগ্রেসে নেতাদের পালটা আক্রমণ করেন মোদি। ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘কংগ্রেসের মধ্যে মোদিকে অপমান করার প্রতিযোগিতা চলছে। কত খারাপ শব্দ ব্যবহার করে, কতটা তীব্রভাবে আক্রমণ করা যায়-তা নিয়েই মেতে রয়েছেন কংগ্রেস নেতারা। কিছুদিন আগেই এক কংগ্রেস নেতা বলেছিলেন, কুকুরের মতো মৃত্যু হবে মোদির। কেউ আবার বলেছে মোদি হিটলারের মতো মরবে।’

ভোটপ্রচারের মঞ্চে খাড়গের মন্তব্যও টেনে আনেন মোদি। ‘কেউ আমাকে রাবণ বলছেন, রাক্ষস বলেছেন। আরশোলা বলতেও থামেননি কংগ্রেস নেতারা’, বলেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, গুজরাতের মানুষ যেভাবে মোদিকে সমর্থন করেছেন তাতে ভয় পেয়েছে কংগ্রেস। সেই জন্যই তাঁর নামে উলটোপালটা কথা বলছেন বিরোধীরা। তবে মোদি আরও বলেছেন, ‘খাড়গেকে আমি সম্মান করি। এই ধরণের কথা বলতে বাধ্য করা হয়েছে বলেই তিনি বলেছেন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি অবাক হয়ে গিয়েছি, কংগ্রেস দল বা তার নেতারা কখনও ক্ষমাও চাননি। উত্তেজনার বশে কেউ কিছু বলে ফেলতেই পারেন, কিন্তু পরে তো ক্ষমা চাওয়া যায়। কিন্তু কংগ্রেস দল মনে করে প্রধানমন্ত্রীকে অপমান করাটা তাদের অধিকার। কিন্তু ক্ষমা চাওয়া তো দূরের কথা, আমার বিরুদ্ধে এত বাজে বলার পরও তারা একটুও অনুতপ্ত নয়। গণতন্ত্রে আস্থা থাকলে ওরা এটা করত না। কিন্তু ওরা গণতন্ত্রে নয়, একটি পরিবারে বিশ্বাস করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + eight =