একে কন্যা সন্তান তার উপর গায়ের রং কালো। আর তাতেই ক্ষিপ্ত জন্মদাতা বাবা। তাই ভোররাতে পরিবারের অন্যদের সঙ্গে পরিকল্পনা করে দুই দিনের শিশুকন্যাকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল রুহুল আমিন সরদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, বসিরহাট পুলিশ জেলার বাদুড়িয়া থানার পশ্চিম নাটুরিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ২৫ এর গৃহবধূ গত সোমবার একটি কন্যা সন্তান জন্ম দেন। এর আগেও তাদের দুটি কন্যা সন্তান ছিল। এই তৃতীয় কন্যটি দেখতে কালো। বাবা সহ্য করতে না পেরে শিশুটির মায়ের অনুপস্থিতিতে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল বাবা বছর ৪০ এর রুহুল আমিন সরদারের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সেই সময় শিশু কন্যার মা ঘর থেকে বাইরে এসেছিল। সেই সুযোগে ঘুমন্ত শিশু কন্যাকে মেরে দেয় বাবা। গৃহবধূর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে শিশুকন্যাকে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে বাদুড়িয়া থানায় খবর দেয়, সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাদুড়িয়া থানার পুলিশ। তারপর তাকে আটক করে নিয়ে যায় থানায়। মৃত শিশু কন্যার মা ও স্থানীয় গ্রামবাসীরা বাবা রুহুল আমিনকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মৃত শিশু কন্যার বাবা রুলামিন সরদারকে বসিরহাট মহকুমার আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন। এই ঘটনায় জড়িত পিসি ও ঠাকুরমা পলাতক, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।