ওয়াশিংটন : পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ ওড়াল মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) রাশিয়া দাবি করে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল ইউক্রেন। তা খারিজ করেছে সিআইএ|
মার্কিন গোয়েন্দা আধিকারিকদের মতে, ক্রেমলিনের অভিযোগের পর সিআইএ ড্রোন হামলার বিষয়টি পর্যালোচনা করে এবং দেখে যে ইউক্রেন সাম্প্রতিক কোনও হামলায় পুতিনের বাসভবনকে উদ্দেশ্য করে করেনি।
একটি প্রখ্যাত মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, সিআইএ–র ডিরেক্টর জন র্যাটক্লিফ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে অবহিত করেছেন।
উল্লেখ্য, রাশিয়া ওই হামলার অভিযোগ তুললেও ইউক্রেন তা প্রথম থেকেই অস্বীকার করে আসছে। যদিও ভিডিও প্রকাশ করে মস্কো দাবি করেছে, ৬ কেজি বিস্ফোরক বোঝাই একের পর এক ড্রোন দিয়ে পুতিনের বাসভবনে হামলা চালানো হয়েছিল গত ২৮ ডিসেম্বর রাতে। সব মিলিয়ে ৯১টি ড্রোন রাশিয়ায় পাঠিয়েছিল ইউক্রেন।

